images

শিক্ষা

বিতর্কিত মন্তব্য: সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে যোগ দিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

রোববার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আব্দুল হান্নান মাসুদ স্বাক্ষরিত একটি নোটিশ পাঠানো হয় হাসিব আল ইসলামের কাছে। একই শোকজ নোটিশ সংগঠনের ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।

শোকজ নোটিশে বলা হয়, জনাব হাসিব আল ইসলাম, (সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন) বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ‘প্রযত্নে বাংলাদেশ’ নামক টকশোতে মেট্রোরেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন

প্রতি সপ্তাহে অনুদান পাবে ২০০ শহীদ পরিবার

নোটিশে আরও বলা হয়, অতএব, জনাব হাসিব আল ইসলামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তার আপত্তিকর মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

Show-Case

প্রসঙ্গত, ওই টকশোতে হাসিব বলেন, ‘মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এত সহজে বিপ্লব অর্জন করা যেত না।’ টকশোতে আরও অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি।

আরএ/জেবি