images

সারাদেশ / শিক্ষা

সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবিতে আমরণ অনশনে আইন অনুষদের শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৪, ০১:১১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন অনুষদের সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ার পদ্ধতি চালুর দাবিতে আমরণ অনশনে বসেছেন অনুষদটির শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। সেখানে অনশন করছেন তারা।

462548952_1249734679661359_826033404977853389_n

আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসনের ২০২৩-২৩ ও ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীরা এই অনশন করছেন।

আইন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ রাফিন বলেন, এর আগে অ্যাকাডেমিক কাউন্সিল বসেছে তবে কোনোরকম সিদ্ধান্ত সেখান থেকে আসেনি। তাই আমরা দাবি আদায়ে আবারও এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমরণ অনশন করব। প্রয়োজনে আমাদের মৃত্যু হবে তবুও দাবি আদায় করে এখান থেকে যাব।

আরও পড়ুন

মানারাতে ব্যবসায় প্রশাসন বিভাগের অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট

আইন ও ভূমি প্রশাসনের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনামিকা সুষ্মি বলেন, সেমিস্টার পদ্ধতি বাতিল করে ইয়ারলি পদ্ধতি চালুর দাবিতে আমরা এখানে এসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।

আইন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব বলেন, আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেছে। আমরা তাদের দাবিকে যৌক্তিক মনে করছি। আমরা চাই প্রশাসন এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিক এবং ইতিবাচক সিদ্ধান্তই নিক। প্রশাসন দ্রুত দাবি মেনে নিক, প্রশাসন যদি দাবি মেনে না নেয় এবং আমাদের অনশনে কেউ অসুস্থ হয়ে যায় তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।

462542595_1276467343805276_4929457057851892851_n

এসময় আইন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে অনশনে অংশগ্রহণ করেন ৫০-৬০ জন শিক্ষার্থী।

প্রতিনিধি/এসএস