বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে চক্রাকার বাস সার্ভিস।
সোমবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ অক্টোবর (সোমবার) থেকে ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্যক্রম ও যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব দুটি একতলা বাস (চক্রাকার বাস সার্ভিস) বেলা ১১.৩০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে গুলিস্তান, নগর ভবন, দোয়েল চত্বর, সচিবালয়, জিরো পয়েন্ট হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে আসবে।
অপর বাসটি বিশ্ববিদ্যালয় থেকে দয়াগঞ্জ মোড়, জুরাইন, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, জনপদ মোড়, দয়াগঞ্জ মোড় হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আসবে।
প্রতিনিধি/জেবি