images

শিক্ষা

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে নতুন ভাবনা প্রয়োজন: শাহাদাৎ স্বাধীন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

০৮ অক্টোবর ২০২৪, ০৭:০৭ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সেমিনারে নয়া দিল্লীর সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গবেষক ও কলামিস্ট শাহাদাৎ স্বাধীন মন্তব্য করেছেন যে, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রচারিত মিথ্যা বয়ানগুলো প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন করে ভাবা দরকার, যা স্বাধীন পররাষ্ট্রনীতির প্রথম পদক্ষেপ হবে।

তিনি উল্লেখ করেন, ২০০০-২০১৭ সালের মধ্যে বাংলাদেশ সীমান্তে ১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন, কিন্তু আওয়ামী সরকারের আমলে এ বিষয়ে কখনো প্রতিবাদ করা হয়নি। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব ভারত সরকারের সাথে সহযোগিতার জন্য প্রয়োজনীয় টুলগুলো সঠিকভাবে ব্যবহার করেননি, বরং নিজের স্বার্থের জন্য তা ব্যবহার করেছেন।

শাহাদাৎ স্বাধীন আরও জানান, আওয়ামী সরকারের সময়ে ভারতের সাথে বিভিন্ন চুক্তির অনেক তথ্য জনগণের কাছে অজানা। তিনি এ চুক্তিগুলো প্রকাশ্যে আনার দাবি জানিয়ে বলেন, যেসব চুক্তিতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, সেগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি একটি কমিশন গঠনের মাধ্যমে স্বাধীন পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নির্বাহী বিভাগের চুক্তি কার্যক্রমের জন্য সংসদের অনুমোদন নেওয়ার আইন প্রণয়ন করার আহ্বান জানান।

সেমিনারে উপস্থিত বক্তারা দেশের স্বার্থ রক্ষায় স্বাধীন ও কৌশলগত পররাষ্ট্রনীতির গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানটি কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয়, যেখানে আব্দুল্লাহ-আল-রশিদ নিরব ও আমিরুল ইসলাম অংশগ্রহণ করেন।

এইউ