images

শিক্ষা

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ফরহাত আনোয়ার

ঢাকা মেইল ডেস্ক

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) বিভাগের সাবেক অধ্যাপক ড. সৈয়দ ফরহাত আনোয়ার।

সোমবার (৮ সেপ্টেম্বর) তাকে আগামী চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

আরও পড়ুন

এবার পদত্যাগ করলেন ইউজিসির সদস্য সাজ্জাদ হোসেন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর পদে ড. সৈয়দ ফরহাত আনোয়ারের নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা প্রাপ্য হবেন এবং পদ-সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

এমএইচএম