জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম
একই দিনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য পদ থেকে পদত্যাগ করলেন দুইজন সদস্য। প্রথমে পদত্যাগ করেন অধ্যাপক মুহাম্মদ আলমগীর। পরে পদত্যাগপত্র জমা দিয়েছেন অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন।
রোববার (৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়ে তিনি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশের সরকার পরিবর্তিত হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। যে কোনো নতুন সরকারের দেশ ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনায় ভিন্ন চিন্তা-ভাবনা থাকবে, আর এটাই স্বাভাবিক। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য পদ থেকে অব্যাহতির প্রার্থনা করছি।
আরও পড়ুন
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ইউজিসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। এরপর অধ্যাপক মুহাম্মদ আলমগীরকে চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফয়েজকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি ইতোমধ্যে যোগদানও করেছেন।
এদিকে অধ্যাপক মুহাম্মদ আলমগীর পদত্যাগ পত্রে ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য পদে দ্বিতীয় মেয়াদে কর্মরত আছি। ব্যক্তিগত কারণে উক্ত পদে আমার পক্ষে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় আমি অদ্য ৮ সেপ্টেম্বর উল্লিখিত সদস্য পদ থেকে পদত্যাগ করছি এবং আমি আমার পূর্বের কর্মস্থল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপকের (গ্রেড-১) মূল পদে আগামী ৯ সেপ্টেম্বর পুনঃযোগদান করব।
বিইউ/এমএইচএম