নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম
কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কোনো এইচএসসি ও সমমান পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করবে শিক্ষা মন্ত্রণালয়। এ সংক্রান্ত যোগাযোগ এবং তথ্য দেওয়ার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ই-মেইল আইডি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন। মন্ত্রণালয়ের দেওয়া ই-মেইলটি হলো— helphsc24@gmail.com।
এদিকে আন্দোলন ঘিরে আটক তিন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ আগস্ট) ঢাকার সিএমএমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ‘শিগগিরই তারা কারামুক্ত হয়ে পরিবারে ফেরত যাবেন।’
এ সময় আর কোনো শিক্ষার্থী আটক থাকলে তাদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করেন তিনি।
এছাড়া পুলিশের হেফাজতে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দিয়েছে বলেও জানান তিনি।
এইউ