images

শিক্ষা

ঘূর্ণিঝড় রেমাল: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ মে ২০২৪, ১১:৪৬ পিএম

ঘূর্ণিঝড় রেমালের কারণে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। রোববার (২৬ মে) এই পরীক্ষা হওয়ার কথা ছিল।

শনিবার (২৫ মে) রাতে বিশ্বিবদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, রোববার (২৬ মে) অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রোববার (২৬ মে) ভোর থেকে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ১১০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, কখনো কখনো এটি ১৩৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

আরও পড়ুন

সদরঘাট থেকে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

আবাহাওয়ার বিশেষ বার্তা (৮ নম্বর) অনুযায়ী, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রেমালের কারণে মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 

বিইউ/এমএইচএম