images

শিক্ষা

দাখিলে খারাপ ফল, ১৭ মাদরাসাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক

১৬ মে ২০২৪, ০৮:৩৩ এএম

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের ফলাফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৫০ ভাগের নিচে পাস করা ১৭টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ফলাফল বিপর্যয়ের উপযুক্ত কারণ দর্শানোর জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল মাদরাসাগুলোকে এই নোটিশ দেন।

জানা গেছে, বিরামপুর উপজেলায় ২২টি মাদরাসার ছাত্র-ছাত্রী এবার দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে খয়েরবাড়ী দাখিল মাদরাসা থেকে ২৪ জন পরীক্ষার্থী অংশ নিলেও কেউ পাস করেনি। অন্যদিকে মুকুন্দপুর ফাজিল মাদরাসা, কাটলা দাখিল মাদরাসা, দক্ষিণ শাহাবাজাপুর দাখিল মাদরাসা, পলিপ্রয়াগপুর দাখিল মাদরাসা ও বিরামপুর পৌরসভা দাখিল মাদরাসা ব্যতিত অবশিষ্ট ১৬ মাদরাসা থেকে অর্ধেকের কম শিক্ষার্থী পাস করেছে।

আরও পড়ুন
শুধু গণিতেই ফেল ১ লাখ ৬৬ হাজার পরীক্ষার্থী!

নোটিশ পাওয়া মাদরাসাগুলো হচ্ছে, খয়েরবাড়ী দাখিল মাদরাসা (০ শতাংশ), ঝানজার দাখিল মাদরাসা (৪৫ শতাংশ), বিরামপুর চাঁদপুর ফাজিল মাদরাসা (৩৯ শতাংশ), হাবিবপুর দাখিল মাদরাসা (৪৭ দশমিক ০৫ শতাংশ), বিজুল কামিল মাদরাসা (৩৪ দশমিক ২১ শতাংশ), আয়ড়া দাখিল মাদরাসা (২৪ দশমিক ৩১ শতাংশ), চতুরপুর দাখিল মাদরাসা (৩৪ দশমিক ৬১ শতাংশ), খাঁনপুর দাখিল মাদরাসা (২৬ শতাংশ ৯২ শতাংশ)।

এছাড়া পুইনন্দা দাখিল মাদরাসা (২৫ শতাংশ), ভবানীপুর দাখিল মাদরাসা (৪০ দশমিক ৯০ শতাংশ), কানিকাটাল দাখিল মাদরাসা (৩৬ দশমিক ৩৬ শতাংশ), দাউদপুর দাখিল মাদরাসা (৪০ শতাংশ), বেপারীটোলা দাখিল মাদরাসা (৩৩ দশমিক ৩৩ শতাংশ), চড়াইভিটা দাখিল মাদরাসা (৪০ শতাংশ), চকশুলবান দাখিল মাদরাসা (৩১ দশমিক ৮১ শতাংশ), বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদরাসা (৩৪ দশমিক ৬১ শতাংশ) এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদরাসা (১৫ দশমিক ৭৮ শতাংশ)।

এইউ