images

শিক্ষা

বিদেশের কেন্দ্রে পাস ২৯৮, ফেল ৪৯

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মে ২০২৪, ০১:৪০ পিএম

অন্যান্য বছরের মতো এবারও বিদেশের বিভিন্ন কেন্দ্র থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন শিক্ষার্থীরা। মোট আটটি কেন্দ্রে নেওয়া পরীক্ষায় ৩৪৭ জন পরীক্ষার্থী অংশ নেন। যাদের মধ্যে পাস করেছেন ২৯৮ জন। এই পরীক্ষায় পাস করতে পারেননি ৪৯ জন পরীক্ষার্থী।

রোববার (১২ মে) ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আরও পড়ুন

বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

এসময় জানানো হয়, এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বেলা ১১টা থেকেই এসএসসি পরীক্ষার ফল স্ব স্ব প্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে জানা যাচ্ছে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

বিদেশ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের শতকরা হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। শতভাগ উত্তীর্ণ প্রতিষ্ঠান দুইটি। বহিষ্কৃত পরীক্ষার্থী ছিল না কেউ।

বিইউ/এমএইচএম