images

শিক্ষা

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী এডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৪, ০৫:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি করতে এবং উচ্চশিক্ষাকে কর্মমুখী করতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এছাড়াও শিক্ষার্থীদের কর্ম সংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতেও তারা কাজ করতে আগ্রহী। 

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

আরও পড়ুন

উচ্চশিক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী এডিবি

এ সময় ফাতেমা ইয়াসমিন বলেন, এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ। 

প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন- এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর মি. এডিয়েনন গিনটিং (Mr. Edienon Ginting), এডিবি অফিসের পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট এন্ড গভর্নেন্সের সিনিয়র ডাইরেক্টর মি. নিয়াজি, এডিবির প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টম্যান্টের ডাইরেক্টর মি আসিফ সারদ চিমা (Mr. Asif Sarod Cheema), এডিবির ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর মি. জিয়াংবো নিং (Mr. Jiangbo Ning), এডিবির  কান্ট্রি অপারেশন হেড মিস. না উন কিম  (Ms. Na Won Kim), এডিবির এক্সটার্নাল রিলেশনের টিম লিডার মি. গোবিন্দ বার প্রমুখ। 

বিইউ/এমএইচএম