images

শিক্ষা

ঢাবি উপাচার্যের নামে ভুয়া জিমেইল অ্যাকাউন্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের নাম এবং ছবি ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্ট খুলে গুগল চ্যাট ইনভাইটেশন পাঠানোসহ বিভিন্ন ভুল তথ্য পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন উপাচার্য নিজেই।

সোমবার (২৯ জানুয়ারি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল তার ফেসবুক থেকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, কেউ একজন আমার নাম এবং প্রোফাইলের ছবি ব্যবহার করে জিমেইল অ্যাকাউন্ট খুলেছে। প্রতারক আমার নাম ব্যবহার করে গুগল চ্যাট ইনভাইটেশনসহ মানুষকে ভুল ম্যাসেজ দিয়ে যাচ্ছে। আমি একমাত্র যে ইমেলটা ব্যবহার করি তা হলো, maksudkamal@du.ac.bd

আরও পড়ুন

ঢাবিতে সর্বোচ্চ সিজিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পোস্টের সঙ্গে সংযুক্ত করে উপাচার্য প্রতারকের করা একটা ম্যাসেজের স্ক্রিনশটও পোস্ট করেন। যেখানে দেখা যায়, প্রতারক উপাচার্য সেজে একজনকে অ্যাপল স্টোর কোড সম্পর্কে জিজ্ঞাসা করছে এবং ব্যক্তিটির না জানা থাকায় তাকে দ্রুত এই বিষয়ে জানার জন্য অনুরোধ করছে।       

উপাচার্য সবাইকে উল্লিখিত জিমেইল যাচাই করে উত্তর দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান।

এমএইচএম