images

শিক্ষা

থার্টিফার্স্ট নাইট ঘিরে ঢাবিতে বিশেষ নিরাপত্তা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ পিএম

ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এসে ফানুস উড়ানোর মাধ্যমে সাদামাটাভাবে থার্টিফার্স্ট নাইট উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। অনেকে হৈ-হুল্লোড়, আনন্দ চিৎকারের মধ্য দিয়ে প্রকাশ করবেন নতুনকে বরণের খুশি। নববর্ষ উদযাপন ঘিরে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা যায়, রাত ৮টা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। বহিরাগতদের প্রবেশে বাধা থাকায় তারা ঢাবিতে ঢুকতে পারেনি। ফলে ক্যাম্পাস ছিল অনেকটাই শান্ত। তবে শিক্ষার্থীদের তুলনায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে এমন পরিস্থিতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষার্থীরা।

এদিকে, পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরের আগমনকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে ব্যারিকেড বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ এবং তল্লাশি চালানো হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রোববার সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্টিকার ও পরিচয়পত্র ছাড়া বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয় দিয়ে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করেছে।

এর আগে গত ৩০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বলা হয়-

 -ক্যাম্পাসের ভেতরে উন্মুক্ত স্থানে সভা/সমাবেশ করা যাবে না।

-আগুন দ্বারা পরিচালিত ফানুস উড়ানো ও আতশবাজি ফোটানো যাবে না।

-ওইদিন বিকেল ৫টার পরে ক্যাম্পাসে প্রবেশের সকল গেটে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করতে পারবে।

-ছাত্র-ছাত্রীরা বৈধ আইডি কার্ড প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, তবে বন্ধু-বান্ধব নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করা যাবে না।

-সকল হলের নিরাপত্তার স্বার্থে প্রভোস্টরা ওইদিন সভা আহ্বান করবেন এবং রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত প্রাধ্যক্ষ সকল হাউস-টিউটরসহ হলে উপস্থিত থাকবেন।

পাশাপাশি প্রভোস্ট মহোদয়গণকে নববর্ষ উদ্যাপন উপলক্ষে হলে ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি ও নিমকি বিতরণের ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনাও দেওয়া হয়।

প্রতিনিধি/জেবি