images

শিক্ষা

ফলাফল অবনমনের পেছনে দায়ী অনলাইন ক্লাস!

ঢাকা মেইল ডেস্ক

২৬ নভেম্বর ২০২৩, ০৯:১৩ পিএম

গত বছরের তুলনায় ২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার ও ডিজিএ-৫ দুটোই কমেছে। এবারের পরীক্ষায় ১১টি বোর্ডে গড় পাসের হার ৭৮ শমিক ৬৪ শতাংশ, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৩১ শতাংশ কমেছে। একইসঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় কমেছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করেন। এদিকে এইচএসসিতে নটর ডেম কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫৬। বরাবরের মতো কলেজটি এবারও ভালো করলেও পুরো দেশের সামগ্রিক ফলাফল অন্যবারের মতো হয়নি। জিপিএ-৫-ও কমেছে।

তবে এ বছর ঠিক কি কারণে সারা দেশে ফলাফলের অবনমন হয়েছে তা নিয়ে চলেছে ব্যাপক আলোচনা। এদিকে এর কারণ হিসেবে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও বলছেন, অনলাইন ক্লাসের কারণে ভিত্তি একটু দুর্বল ছিল।

আজ রোববার চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। জিপিএ-৫ গতবারের চেয়ে অর্ধেকেরও কম। নটর ডেম কলেজে এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৫২০ জন।

IMG-20231126-WA0005
 
সারা দেশের ফলাফল প্রসঙ্গে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও সাংবাদিকদের বলেন, গতবার দুই বিষয়ে পরীক্ষা ছিল, এবার সব বিষয়ে হয়। এ ছাড়া এবার যারা পাস করেছে, তারা যখন করোনার সময়ে নবম-দশম শ্রেণিতে পড়ত। অনলাইনে সে সময়ে ক্লাসের কারণে অনেকেরই ভিত্তি একটু দুর্বল ছিল। তবে তাঁর কলেজে শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি। শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, সবাই যোগ্য জায়গায় ভর্তি হতে পারবে।

৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৪৬ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৪ দশমিক ৪৫ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৯ শতাংশ, বরিশাল বোর্ডে ৮০ দশমিক ৬৫ শতাংশ, সিলেট বোর্ডের ৭৩ দশমিক শূন্য ৭ শতাংশ, ময়মনসিংহ বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ, দিনাজপুর বোর্ডের ৭০ দশমিক ৪৪ শতাংশ এবং যশোর বোর্ডে পাসের হার ৬৯ দশমিক ৮৮ শতাংশ। মাদরাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ।