images

শিক্ষা

মূল্যবোধ তৈরি না হলে শুধু নম্বরের মূল্য নেই: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৩, ০৩:৩১ পিএম

এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় শিক্ষার্থীদের মূল্যবোধ ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করে তিনি বলেছেন, শিক্ষা গ্রহণের মাধ্যমে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। মূল্যবোধ তৈরি না হলে, শুধু নম্বরের কোনো মূল্য নেই।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর মাতৃভাষা শিক্ষা ইনস্টিটিউটে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩ এর ফলাফল নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রতিবছর এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল/ বিএম/ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষা শুরু হয় এবং মূল্যায়ন শেষে জুলাই মাসে ফল প্রকাশিত হয়ে থাকে। বিগত কয়েক বছরের মতো এ বছরও করোনাজনিত কারণে সিডিউল বিপর্যয়ের ফলে সময় মতো পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। করোনার পর এবারই এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাসে, সকল পত্রে (১৩টি) অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট ২০২৩ শুরু হয়ে ২৫ সেপ্টেম্বর পরীক্ষা শেষ হয় এবং মূল্যায়ন শেষে ফল প্রকাশ হচ্ছে। 

সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়, কলেজ প্রশাসন, জেলা ও মাঠ প্রশাসন, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ডাক বিভাগ, বিটিআরসি, সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, অধিদফতরগুলো, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, প্রর্যবেক্ষক, প্রধান পরীক্ষক, পরীক্ষক, নিরীক্ষক এবং বোর্ডের কর্মকর্তা-কর্মচারীসহ সকলের অক্লান্ত পরিশ্রমে পরীক্ষার সার্বিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আজ ফল প্রকাশের দিন সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি।

 

আরও পড়ুন

 

তিনি আরও বলেন, আমরা স্মার্ট শিক্ষার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমাদের সরকার ডিজিটাল বাংলাদেশ প্রত্যয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং ইতোমধ্যে আমরা লক্ষ্যমাত্রার দিকে অনেকদূর এগিয়ে গিয়েছি। এরই অংশ হিসেবে বরাবরের মতো সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বোর্ডের ওয়েব সাইট থেকে তার প্রতিষ্ঠানের গড়ার এবারও ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। 

 

দৃষ্টিভঙ্গি পরিবর্তনের উপর গুরুত্বারোপ করে দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বপ্নের উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ার কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ইতিবাচক মানসিকতা পোষণ এবং গতানুগতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার্থীদের বলবো, যদি মূল্যবোধ তৈরি না হয় তা হলে শুধু বেশি নম্বর পেয়ে কী হবে, মানবিক গুণে গুণান্বিত হও; চারপাশে তাকাও- মানুষকে ভালোবাসো। নীতি নৈতিকতা নিয়ে বেড়ে ওঠো, স্বদেশ প্রেমে উজ্জীবিত হও, নিঃস্বার্থ চিত্তে মানব কল্যাণে নিবেদিত হও। 

অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলে, আপনাদের প্রতি অনুরোধ, আপনার সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে তাকে নিঃস্বার্থ দেশ-প্রেমিক হিসেবে গড়ে তুলুন। যেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সে নিজেকে নিয়োজিত করতে পারে। যারা শিক্ষকতা পেশায় আছেন আপনাদের দায়িত্ব অনেক বেশি। শিক্ষার গুণগত পরিবর্তনে বিষয়ভিত্তিক মানসম্পন্ন শিক্ষাদানে আপনাদের ভূমিকাই প্রধান। মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরির ক্ষেত্রে আপনারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। 

এ সময় দেশে ছেলেদের তুলনায় মেয়েরা অধিক পাস করেছে উল্লেখ করে তাদের অভিনন্দন জানান। 

জিপিএ ৫ কমা প্রসঙ্গে বলেন, গতবছরের সাথে এই বছরের ফল তুলনা করা যাবে না। কেননা করোনা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় গতবছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছে। 

এমএইচ/এইউ