images

শিক্ষা

কারামুক্ত হয়েই পরীক্ষার হলে জবি ছাত্রী খাদিজা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর পরীক্ষায় বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্ত হয়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যান তিনি।

১০টার দিকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে ১১টার দিকে হলে প্রবেশ করেন তিনি। খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তবে পুনর্ভর্তি নিয়ে ২০২০-২১ সেশনে পরীক্ষা দিচ্ছেন তিনি।

 

আরও পড়ুন

১৪ মাস ২১ দিন পর কারামুক্ত জবি শিক্ষার্থী খাদিজা

খাদিজার বোন সিরাজুম মনিরা বলেন, সকাল ৯টার দিকে খাদিজাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। সেমিস্টার ফাইনাল পরীক্ষা থাকায় আজ খুব সকালে কারাগারে পৌঁছি মুক্তি পাওয়ার পর তাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে যাই।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ২০২০ সালের ১১ ও ১৯ অক্টোবর কলাবাগান ও নিউমার্কেট থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। মামলার অভিযোগপত্র দেওয়ার পর ২০২২ সালের ২৭ আগস্ট তাকে গ্রেফতার করা হয়। গত ১৪ মাস ২১ দিন ধরে তিনি কারাগারে ছিলেন।

এমআর