images

শিক্ষা

পথশিশু ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৩ এপ্রিল ২০২২, ০৬:১৮ পিএম

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পথশিশু ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

শনিবার (২৩ এপ্রিল) বিকাল চারটার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কর্মকর্তা এবং এর আগে সকালে রাজধানীর দনিয়া কলের সামনে পথশিশুদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার হিসেবে দেওয়া হয়েছে এক কেজি করে সেমাই, তেল, চিনি, লবণ, পেঁয়াজ এবং দুই কেজি করে পোলার চাল ও আলু৷

কর্মসূচি থেকে তিন শতাধিক মানুষের মাঝে এই উপহার সামগ্রী তুলে দেন অ্যাকাউন্টিং বিভাগের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। সভা সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের উপ তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈকত।

বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি নাবিলা জাফরিন, মশিউর রহমান চপল, আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এ.কে.মিলন, কার্যনির্বাহী সদস্য তানভীর হাসান, সময়ের আলোর চিফ রিপোর্টার এম মামুন হোসেন, সদস্য আবদুল কাদের, সদস্য আরেফিন কাওসার, সর্দার রাসেলসহ অ্যাকাউন্টটিং বিভাগের নেতারা।

জেবি