images

শিক্ষা / হেলথ

নতুন অধ্যক্ষ পেল কুষ্টিয়া ও যশোর মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর ২০২৩, ০৮:২৫ পিএম

কুষ্টিয়া ও যশোর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারা হলেন- অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবিব।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

 

আরও পড়ুন

মানসিক সমস্যায় প্রতিবছর বিশ্বে প্রায় ৮০ লাখ মানুষের মৃত্যু

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খানকে কুষ্টিয়া মেডিকেলে এবং যশোর মেডিকেলের অ্যানেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডা. আবু হাসানাত মো. আহসান হাবিবকে একই মেডিকেলের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, বদলি ও পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১৫ অক্টোবরের মধ্যে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৬ অক্টোবর, ২০২৩ তারিখে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। রাষ্ট্রপতি আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এমএইচ/আইএইচ