images

শিক্ষা

শাহজাহান কামালের মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৩ পিএম

বীর মুক্তিযোদ্ধা, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।

শনিবার (৩০ সেপ্টেম্বর) এক শোকবাণীতে উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবাণীতে উপাচার্য বলেন, এ কে এম শাহজাহান কামাল বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী একজন অসাম্প্রদায়িক মূল্যবোধের প্রবীণ রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৬৬ সালের ৬ দফা ও ১৯৬৯ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়া, ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে এই বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। 

সাবেক এই রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরনীয় ক্ষতি সাধিত হয়েছে উল্লেখ করে উপাচার্য বলেন, এ কে এম শাহজাহান কামাল ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি লক্ষ্মীপুর জেলায় গণআন্দোলনে নেতৃত্ব দেন। সংসদ সদস্য, মন্ত্রী ও রাজনীতিবিদ হিসেবে তিনি দেশের আর্থসামাজিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সারাজীবন কাজ করে গেছেন। জনপ্রিয় এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। 

উল্লেখ্য, এ কে এম শাহজাহান কামাল শুক্রবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

এমএইচএম