জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৬ এএম
প্রাথমিক সুপারিশের ছয়মাসেরও বেশি সময় পর অবশেষে চাকরিতে যোগদানের চূড়ান্ত সুপারিশ পেলেন
২৭ হাজার ৭৪জন শিক্ষক। ফলে দফায় দফায় জটিলতা কারণে অনিশ্চয়তায় থাকা বেসরকারি প্রতিষ্ঠানের এসব হবু শিক্ষকদের মুখে হাসি ফুটেছে।
চতুর্থ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগে চূড়ান্ত সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিয়োগ ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার (২০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সুপারিশের কথা জানিয়েছে।
প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ হাজার ৪৮০ জন প্রার্থী মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ২৭ হাজার ৭৪ জন প্রার্থী। আগামী ১৯ অক্টোবরের মধ্যে তাদের প্রতিষ্ঠানে যোগদানের জন্য বলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৩ হাজার ৬০৭ জন পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম দাখিল না করায় এবং অবশিষ্ট ১ হাজার ৭৯৯ জনের মধ্যে জাল সনদ পাওয়ায়, কাম্য শিক্ষাগত যোগ্যতা না থাকায়, বয়স ৩৫ বছর অতিক্রম করায়, নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও ভুল পদে আবেদন করায়, মামলার স্থগিতাদেশ থাকায়, ইত্যাদি কারণে নিয়োগ সুপারিশ করা সম্ভব হয়নি।
সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে, কলেজ ও স্কুলে ১৩ হাজার ৭০৫, মাদরাসায় ১১ হাজার ২৭৯, কারিগরিতে ৫১৬, সংযুক্ত স্কুলে ১ হাজার ৫৮৩, সংযুক্ত মাদরাসায় ৬২১ জন। অন্যদিকে সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ১৯২, মহিলা ৮ হাজার ৮৮২। মহিলা কোটায় ৬ হাজার ১৭৬জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপারিশকৃত ২৭ হাজার ৭৪ জন প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এসএমএসের মাধ্যমে সুপারিশের বিষয়টি জানানো হয়েছে। ফলাফল এনটিআরসিএর ওয়েবসাইটের লিংকে পাওয়া যাবে।
১০ অক্টোবরের মধ্যে যোগদান না করালে প্রতিষ্ঠান প্রধান, ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেছে এনটিআরসিএ।
বিইউ/একেবি