images

শিক্ষা

২৯ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে একযোগে বদলি

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট ২০২৩, ১১:০৯ এএম

দেশের ১৪ জেলার ২৯ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে একযোগে বদলি করা হয়েছে। তারা পটুয়াখালী, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, কুষ্টিয়া, পঞ্চগড়, পাবনা, নীলফামারী, কুমিল্লা, শরীয়তপুর, বাগেরহাট, নোয়াখালী, খাগড়াছড়ি পার্বত্য জেলা ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

রোববার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের বদলি/পদায়ন করা হয়।

আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কর্মরত বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। 

আরও পড়ুন

এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল সোমবার

আদেশে ২৮ জন কর্মকর্তাকে আগামী ৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে এবং একজন কর্মকর্তাকে আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।

 

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ রয়েছে।

মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায় স্বাক্ষরিত পৃথক আদেশদুটি দেখতে ক্লিক করুন: আদেশ-১, আদেশ-২

/আইএইচ