images

অর্থনীতি

সরকারি পেনশনভোগীদের জন্য চালু হচ্ছে অ্যাপ

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন ২০২৩, ০৯:৪৮ এএম

সরকারি অবসরপ্রাপ্ত ৮ লাখ ৩৬ হাজার পেনশনভোগীকে প্রতিবছর অন্তত একবার নির্দিষ্ট সরকারি দফতরে সশরীর হাজিরা দিয়ে জীবিত থাকার প্রমাণ দিতে হয়। এই ভোগান্তি থেকে পরিত্রাণ দিতে সরকার নতুন মোবাইল অ্যাপ (অ্যাপ্লিকেশন) চালু করেছে। তবে অ্যাপটি এখনও পাইলট প্রকল্পের অধীনে বা পরীক্ষামূলক কার্যক্রমের মধ্যে আছে, যা দ্রুতই দেশব্যাপী শুরু হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর বাজেট প্রস্তাবে বলেছেন, শিগগির দেশব্যাপী সব পেনশনারের জন্য এই অ্যাপ ব্যবহারের প্রক্রিয়া শুরু হবে। এমন ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী বলেন, এর ফলে বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্ত হবেন পেনশনাররা। এতে তাঁদের দুর্ভোগ ও কষ্টও লাঘব হবে।

বর্তমানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে মাসের শুরুতে অবসরভোগী সব সরকারি কর্মকর্তা-কর্মচারী পেনশনের টাকা পেয়ে যাচ্ছেন। এতে পেনশন পেতে ভোগান্তি ও দুর্নীতি কমেছে বলেও বাজেট বক্তৃতায় উল্লেখ করেন অর্থমন্ত্রী।

ডব্লিউএইচ/এমআর