images

অর্থনীতি

জননিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ১২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

০১ জুন ২০২৩, ০৪:১৭ পিএম

জননিরাপত্তা খাতে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ২৫ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে এ খাতে সংশোধিত বরাদ্দ ছিল ২২ হাজার ৫৭৫ কোটি টাকা। এ হিসাবে জননিরাপত্তা খাতে বরাদ্দ বেড়েছে ৩ হাজার ১২০ কোটি টাকা। তবে ২০২৩-২০২৪ অর্থ বছরে বাজেট প্রস্তাব করা হয়েছিল ২৪ হাজার ৫৯৪ কোটি টাকা।  
 
বৃহস্পতিবার (০১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাবকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
এর আগে বিকেল ৩টায় জাতীয় সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করছেন তিনি, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীদের মধ্যে উপস্থিত আছেন— মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রমুখ।
 
এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাজেটে সম্মতি জানিয়ে স্বাক্ষর দেন।
 
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যা চলতি ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় ১ লাখ ১ হাজার ২৭৮ কোটি টাকা বেশি।
 
কেআর/এএস