নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল ২০২৩, ০৮:২০ পিএম
ঈদকে সামনে রেখে সবচেয়ে বেশি উৎসাহ-উদ্দীপনা থাকে শিশুদের মধ্যে। বড়দের লাগুক আর না লাগুক, সাধারণত শিশুদের পোশাক কেনা লাগেই। আর এই চাহিদার কারণে শিশুদের পোশাকের দাম তুলনামূলক বেশি। নামি-দামি ব্র্যান্ডের মতো রাজধানীর ফুটপাতেও শিশুদের পোশাকের দাম বেশি বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তারা জানিয়েছেন, বড়দের মতো দামেই বিক্রি হচ্ছে শিশুদের পোশাক। তবে দাম বেশি হলেও ফুটপাতে জমে উঠেছে ঈদের কেনাকাটা।
বুধবার (১২ এপ্রিল) রাজধানীর ধানমণ্ডি ও মোহাম্মদপুর এলাকার ফুটপাতের ১৬টি দোকান ঘুরে এই চিত্র দেখা গেছে।
ধানমন্ডি সাত মসজিদ রোড এলাকার ফুটপাতে ভ্যান গাড়িতে করে শিশুদের পোশাক বিক্রি হয়। এসব দোকানে তিন থেকে চার বছরের শিশুদের শার্ট বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। পাশেই বড়দের শার্ট বিক্রি হচ্ছে একই দামে। শিশুদের প্যান্ট বিক্রি হতে দেখা গেছে ২০০ থেকে ৪০০ টাকায়। ৩০০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে বড়দের প্যান্ট।
ধানমন্ডির তুলনায় দাম কিছুটা কম মোহাম্মদপুর এলাকায়। বছিলা নতুন রাস্তায় বসা তিন শতাধিক ভ্রাম্যমাণ দোকানের মধ্যে বেশ কিছু দোকানি বিক্রি করছেন শিশুদের পোশাক।
এরমধ্যে মো. রিফাত নামে এক বিক্রেতা ঢাকা মেইলকে জানান, তিনি শুধু শার্ট বিক্রি করেন। দুই থেকে তিন বছরের বাচ্চাদের শার্ট তিনি বিক্রি করছেন ২০০ টাকায়।
পাশের আরেক দোকানে বাচ্চাদের টি-শার্ট বিক্রি হচ্ছে ১০০ থেকে ২০০ টাকায়।
ক্রেতাদের মতে, শিশুদের পোশাকের দাম বেশি। স্থানীয় বাসিন্দা আব্দুল মোমি ঢাকা মেইলকে বলেন, 'বাস থেকে এখানে নামি। বাচ্চাদের জন্য পোশাক দেখলাম। কিন্তু দাম অনেক বেশি।'

মো. শান্ত নামের এক কিশোর ছোট ভাইয়ের জন্য শার্ট কিনতে এসেছেন। তবে দামে মিলছে না। ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে শান্ত বলেন, 'দাম বেশি বেশি চায়। এই দামে তো বড়দেরগুলাই পাওয়া যায়।'
শিশুদের পোশাকের পসরা দেখা গেছে মিরপুর রোডের শিশু মেলা, শ্যামলি ক্লাব মাঠ এলাকা, রিংরোড, আগারগাঁও শিশুমেলা এলাকায়। এসব জায়গাতেও একই দামে বিক্রি হচ্ছে শিশুদের পোশাক।
এরমধ্যে শ্যামলি ক্লাব মাঠ এলাকা দেখা মিলেছে মেয়েদের পোশাকের। ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে ফ্রক, কামিজ। পাশের কৃষি মার্কেটের পোশাকের দোকানের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এই দামে বড়দের কামিজ পাওয়া যাচ্ছে।
ফুটপাতের এসব দোকান ঘুরে ছোটদের শার্ট, টি-শার্ট, প্যান্টের পাশাপাশি বিক্রি হচ্ছে জুতাও। ২০০ টাকার কমে শিশুদের জুতা দেখা যায়নি। আর সর্বোচ্চ দাম ৪০০ টাকা।
কারই/জেবি