images

অর্থনীতি

পণ্যের দাম আরও কমার ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর

জেলা প্রতিনিধি

৩১ মার্চ ২০২৩, ০৭:১২ পিএম

পণ্যের দাম কমার ইঙ্গিত দিয়ে বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক বিবেচনায় আমরা অনেক ভালো আছি। ইতোমধ্যে অনেক পণ্যের দাম কমেছে, তবে আরও কমবে।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ ইঙ্গিত দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণে মাঠে কাজ করছে ভোক্তা অধিদফতর। দেশের বাজারে পেঁয়াজের দাম কম থাকায়, পেঁয়াজ আমদানি কমানো হয়েছে। এতে করে দেশের কৃষকরা কিছুটা দাম পাবে।

তিনি আরও বলেন, সম্প্রতি সরকারি সফরে ভুটানে গিয়ে ব্যবসা-বাণিজ্য নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এতে করে দুই দেশের পণ্যে আদান-প্রদানসহ ট্রানজিট ব্যবহারে সুবিধা হবে। 

টিপু মুনশি বলেন, আগামী মে মাসে হাইড্রোপাওয়ার চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে। সবমিলিয়ে ভুটানের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইঙ্গিত দেন মন্ত্রী।

এসময় আওয়ামী লীগের নেতাকর্মীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

প্রতিনিধি/এএস