কাজী রফিক
২০ মার্চ ২০২৩, ০৯:৩৮ এএম
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বাজার। সবজির বাজারে কিছুটা ভিড় থাকলেও মাছের বাজারে ক্রেতার সংখ্যা কম। হঠাৎ এক মাছ বিক্রেতা একজন ক্রেতাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বাজারের এই মাথা থেকে ওই মাথা তো তিনবার গেলেন আইলেন। খালি দামই শুনবেন, নাকি মাছও নিবেন?
বিক্রেতার এই কথা শুনে মাছ বাজার থেকে বের হয়ে গেলেন ওই ব্যক্তি। তার পিছু নিয়ে দেখা গেল, ওই ব্যক্তি সবজির বাজারে ঢুকে চার আঁটি কলমি শাক কিনলেন।
গণমাধ্যমকর্মী পরিচয় দিয়ে ওই ব্যক্তির সঙ্গে কথা বলতে চাইলে প্রথমে কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। বেতন পান ১৮ হাজার টাকা। বাসা ভাড়া দেওয়ার পর বাকি টাকায় সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

পরিচয় প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি ঢাকা মেইলকে বলেন, আমি যে কয় টাকা বেতন পাই, তাই দিয়া সংসার চালাই। এখন বাজারের অবস্থা তো জানেন। মাংস খাই না অনেকদিন। মাছ দিয়াই চলি। কিন্তু এখন মাছ কেনার অবস্থাও নাই। মাছের বাজারে ঢুকতে হইলে পকেটে কমপক্ষে ২০০ টাকা থাকা লাগে। নইলে মাছ বাজারে যাওয়া নিষেধ। দেখলেন না, দোকানদাররা কেমন টিটকারি মারে।
রাজধানীর বিভিন্ন বাজারে নদী ও সামুদ্রিক সব ধরনের মাছের দরই চড়া দেখা গেছে।
বাজারে বর্তমানে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে সাগরের লাল পোয়া মাছ। কেজি ২০০-২২০ টাকা। রাজধানীতে বসবাসকারী তুলনামূলক কম আয়ের মানুষের চাহিদার একটি বড় জায়গা দখল করে ছিল এই লাল পোয়া। তবে ক্রেতাদের ভাষ্য, এখন সেই পোয়া মাছও ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।

একই অবস্থা অন্য মাছের বেলাতেও। ছোট আকারের রুই মাছ ২৮০ টাকা কেজি, মাঝারি আকারের রুই ৩০০ টাকা এবং বড় আকারের রুই বিক্রি হচ্ছে সাড়ে তিনশ টাকা কেজি দরে।
কাতল মাছের কেজি আড়াইশ টাকা। তেলাপিয়ার কেজি ২০০-২২০ টাকা, সিলভার কার্প ২০০-২৫০ টাকা।
গরিবের মাছের হিসেবে পরিচিত পাঙ্গাসের কেজিও ২০০ টাকা ছাড়িয়েছে। একই দামে বিক্রি হচ্ছে মৃগেল, পুটি ও নলা মাছ। আবার আকারভেদে কেউ কেউ পুটি মাছ বিক্রি করছেন ৩৫০-৪০০ টাকায়।
চাপিলা ও কলম্বো মাছের কেজি ২২০ টাকা। রিটা মাছের কেজি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকা কেজি দরে।

গুড়া বেলে মাছ বিক্রি হচ্ছে ২২০-২৪০ টাকায়। বড় বেলে মাছ ৩২০ টাকা।
সুরমা মাছ ২৪০ টাকা কেজি, দেশি ফাইসা মাছ ২২০-২৫০ টাকা। জাত এবং আকারভেদে চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০-১২০০ টাকা কেজি দরে।
চেউয়া মাছের কেজি ২৮০ টাকা, আইড় মাছ ৫২০ টাকা। তুলার ডাটি মাছ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে।
ইলিশের বাজার অনেকটা ধরাছোঁয়ার বাইরে। ৪০০ গ্রাম থেকে আধা কেজি ওজনের ইলিশের কেজি ৫০০-৬০০ টাকা। আর বড় আকারের ইলিশের কেজি এক হাজার থেকে বারোশ টাকা।
কারই/এমএইচএম/জেএম