images

অর্থনীতি

গুলিস্তানের ব্র্যাক ব্যাংক বন্ধ, সেবা মিলবে নবাবপুর শাখায়

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৩, ০৬:২৫ এএম

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ায় সিদ্দিকবাজারে অবস্থিত গুলিস্তান শাখার লেনদেনসহ সার্বিক কার্যক্রম সাময়িক বন্ধ করেছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।

মঙ্গলবার (০৭মার্চ) রাতে ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন একরাম কবির এ কথা জানিয়েছেন।

এদিন বিকেলে সিদ্দিকবাজারে যে ভবনটিতে বিস্ফোরণ হয় সেটিতে ছিল ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখা। বিস্ফোরণে ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাহকদের নবাবপুর শাখা থেকে সেবা নেওয়ার অনুরোধ জানিয়েছে ব্যাংকটি। জানা গেছে, ভবনটিতে ব্র্যাক ব্যাংকের গুলিস্তান শাখার পাশাপাশি একটি এসএমই ইউনিটও ছিল।

একরাম কবির জানিয়েছেন, বিস্ফোরণের ঘটনায় এ শাখার ২ কর্মচারী আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

এদিন বিকেল ৪টা ৫০ মিনিটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক।

একরাম কবির বলেন, 'বিস্ফোরণে আমাদের ওই শাখার জানালার কাঁচ ভেঙে গেছে। শাখায় মোট ৫০ জন কর্মী ছিলেন। তাদের মধ্যে দুজন সামান্য আহত হয়েছেন।'

এ শাখায় প্রতিদিন প্রায় ৭ হাজার গ্রাহককে সেবা দেওয়া হয়। তবে বিস্ফোরণের সময় সেখানে কোনো গ্রাহক ছিলেন না বলে উল্লেখ করেন তিনি।

একরাম কবির বলেন, 'এ শাখায় আপাতত সেবা দেওয়া সম্ভব হবে না। এখানকার গ্রাহকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্র্যাক ব্যাংকের নবাবপুর শাখায় সেবা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।'

বিইউ/এমএ