images

অর্থনীতি

রাজস্ব আদায়ে আরও মনোযোগী হওয়ার তাগিদ

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১০ পিএম

আইএমএফের দেওয়া সংস্কারগুলো চলতি বছর থেকেই শুরু করতে হবে। সরকারের পদক্ষেপ সম্পর্কে সংস্থাটিকে জানাতে হবে। এজন্য রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হওয়ার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ‘ইমপ্লিকেশন অব আইএমএফ লোন কন্ডিশন অন ডমেস্টিক রেভিনিউ মবিলাইজেশন’ বিষয়ক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এ সময় রাজস্ব খাতে আইএমএফের শর্ত মেনে সরকারের যেসব সংস্কার করতে হবে, সে ব্যাপারে প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটি গবেষণা পরিচালক এম এ রাজ্জাক।

বক্তারা জানান, সরকার আইএমএফকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। ট্যাক্স বাড়ানোর জন্য ২০২৬ সালের মধ্যে এক কোটি লোককে টিআইএন-এর আওতায় আনার কথা বলছে সরকার। একইসঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে ৩০ হাজার ইলেকট্রনিকস যন্ত্র দিতে চায়। এর ফলে ১০৫ বিলিয়ন ডলার রেভিনিউ আসবে বলে মনে করছে সরকার।

প্রতিষ্ঠানটি জানায়, আইএমএফ বাংলাদেশের ডমেস্টিক রেভিনিউ মবিলাইজেশন নিয়ে অনেকগুলো শর্ত দিয়েছে। একইসাথে ট্যাক্স-জিডিপি ধারাবাহিকভাবে বাড়াতে বলা হয়েছে। বর্তমানে এই রেশিও ৭ দশমিক ৮ শতাংশ। শর্ত অনুযায়ী, ২০২৪ সালের জুন শেষে দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ৮ দশমিক ৩ শতাংশ করতে হবে। পরের বছর ২০২৫ সালে ট্যাক্স-জিডিপি রেশিও আরও দশমিক ৫ শতাংশ বাড়িয়ে ৮ দশমিক ৮ শতাংশ করতে হবে। ২০২৬ সালে দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ৯ দশমিক ৫ শতাংশে উন্নীত করার শর্ত দিয়েছে আইএমএফ।

এইচআর/জেবি