images

অর্থনীতি

অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে ডলার

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:০৬ পিএম

বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়া সেবার বিনিময়ে পাওয়া বৈদেশিক মুদ্রা বা ডলার দেশে আনার প্রক্রিয়া সহজ করতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনেই ঘোষণা দিয়ে আনা যাবে বৈদেশিক মুদ্রা বা ডলার।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ হতে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের কার্যরত সকল ব্যাংকে পাঠিয়েছে।

উল্লেখ্য, প্রবাসীদের আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে এসব ফরম পূরণ করতে বা ঘোষণা দিতে হয় না।

সার্কুলারে বলা হয়, ইন্টারনেট ব্যাংকিং ব্যবস্থায় ‘অ্যাপ’ ভিত্তিতে রেমিট্যান্স আনতে অনলাইনে ঘোষণা দিয়ে লেনদেন করা যাবে। পরে ইলেকট্রনিকভাবে ঘোষণার প্রিন্ট করা ফরম ৩০ দিনের মধ্যে গ্রাহকের সই নিলেই হবে। এতদিন ফরম পূরণ করে সরাসরি জমা দেওয়ার পর বৈদেশিক মুদ্রা আনতে হতো।

এতে আরও বলা হয়, সেবাদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অর্থ না এসে যদি ওই আয় অন্য কোনো ব্যাংক হিসাবে আসে তাহলে ব্যাংক বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের আরটিজিএস সিস্টেমের মাধ্যমে গ্রাহকের ব্যাংককে স্থানান্তর করতে পারবে।

এইচআর/জেবি