images

অর্থনীতি

মূল্যস্ফীতি নিম্নমুখী, ঊর্ধ্বমুখী মজুরি হার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ নভেম্বর ২০২২, ০৫:২৪ পিএম

শিগগিরই দেশে মূল্যস্ফীতির হার স্থিতিশীল হবে জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এখন মূল্যস্ফীতির হার নিম্নমুখী এবং মজুরি হার ঊর্ধ্বমুখী। এটা ভালো লক্ষণ। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে মূল্যস্ফীতি কমবে। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি স্থিতিশীল হবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দেশে সবজির উৎপাদন গত কয়েক বছরে ৬ গুণ বেড়েছে। দেশি ফলের পাশাপাশি ড্রাগনসহ বিদেশি ফলের উৎপাদন ব্যাপক হারে বেড়েছে। সরবরাহ চেইন ভালো আছে। আমাদের রেমিটেন্স ভালোর দিকে মোড় নিচ্ছে। আগামীতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

মন্ত্রী জানান, বর্তমানে আমাদের গুদামে দুই বিলিয়ন চাল আছে। মাঠে আমন ধান আছে। গরু-ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, ডিম-দুধ সবকিছুর উৎপাদন বেড়েছে।

উল্লেখ্য, এ দিন সভায় চার হাজার ৮২৬ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে আটটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এরমধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ৩৪১ কোটি দুই লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন দুই হাজার ২০৭ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৭৮ কোটি ১৯ লাখ টাকা।

ডব্লিউএইচ/আইএইচ