images

অর্থনীতি

কমলো পাম তেল ও চিনির দাম

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৫ পিএম

পাম তেলে লিটারে ১২ টাকা আর চিনিতে ৬ টাকা দাম কমেছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার দাম নির্ধারণ করে দিয়েছে।

আগামী রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে নতুন এই দর কার্যকর হবে জানানো হয়েছে।

এতে বলা হযেছে, এতদ্বারা The Control of Essential Commodities Act, 1956 এর ধারা ৩ (২) (বি) তে প্রদত্ত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পণ্যের মিলগেট, পরিবেশক ও সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ/সমন্বয় করা হয়েছে। 

এতে পাম তেল লিটার মিলগেটে ১২৮ টাকা। আর পরিবেশক মূল্য ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ খুচরা মূল্য ১৩৩ টাকা।

পরিশোধিত চিনি মিলগেটে ৭৯ টাকা কেজি। পরিবেশক পর্যায়ে ৮১ টাকা। আর সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪ টাকা। 

আর খোলা পরিশোধিত চিনি মিলগেটে প্যাকেট ১ কেজি ৮২ টাকা। পরিবেশক পর্যায়ে দাম ৮৪ টাকা। আর সর্বোচ্চ খুচরা মূল্য ৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইউ/এইউ