images

অর্থনীতি

ট্রেড লাইসেন্স করতে যেসব কাগজ লাগে

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২ পিএম

ব্যবসা শুরু করতে গেলে প্রথম প্রয়োজনীয় জিনিসই হচ্ছে ট্রেড লাইসেন্স। ব্যবসার ধরন অনুযায়ী ট্রেড লাইসেন্সের জন্যে আলাদা আলাদা কাগজপত্র লাগে। তবে সাধারণ ব্যবসাগুলোর ক্ষেত্রে একই জিনিস জমা দিতে হয়। এধরনের লাইসেন্সে চার ধরনের কাগজ লাগে। নিচে এগুলো তুলে ধরা হলো—

প্রথমেই নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে তা জমা দিতে হবে। এরপর আসবে ব্যবসা প্রতিষ্ঠানের স্থান সম্পর্কিত ডকুমেন্ট। স্থান ব্যক্তিগত হলে সিটি কর্পোরেশনের হালনাগাদ হোল্ডিং ট্যাক্সের রশিদ, নিজের দোকান হলে ইউটিলিটি বিল এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাড়ায় হলে ৩০০ টাকার স্ট্যাম্পে ভাড়ার চুক্তিপত্রে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এগুলোর সঙ্গে আবেদনকারীর ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। ব্যবসা যদি যৌথভাবে পরিচালিত হয় তাহলে ৩০০ টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে পার্টনারশিপের শর্তাবলীসহ জমা দিতে হবে।

কারখানা করতে চাইলে লাগবে কিছু বিশেষ ছাড়পত্র। প্রথমে লাগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের কপি। এর সঙ্গে প্রস্তাবিত কারখানার পার্শ্ববর্তী স্থাপনার বিবরণসহ নকশা জমা দিতে হবে।  প্রস্তাবিত কারখানার পাশ্ববর্তী স্থাপনার মালিকের অনাপত্তিনামা সংযুক্ত করতে হবে এবং ফায়ার সার্ভিস এর ছাড়পত্র সংযুক্ত করতে হবে। সিএনজি স্টেশন বা দাহ্য পদার্থ ব্যবসার ক্ষেত্রে বিস্ফোরক অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র লাগবে।

প্রাইভেট হাসপাতালের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর জেনারেলের অনুমতিপত্র লাগবে। লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কোম্পানির মেমোরেন্ডাম অব আর্টিকেল অথবা সার্টিফিকেট অব ইনকর্পোরেশনসহ জমা দিতে হবে। প্রিন্টিং প্রেস এবং আবাসিক হোটেল-এর ক্ষেত্রে ডেপুটি কমিশনারের অনুমতিপত্র লাগবে। রিক্রুটিং এজেন্সির ক্ষেত্রে মানব সম্পদ রপ্তানী ব্যুরো কর্তৃক প্রদত্ত লাইসেন্স জমা দিতে হবে।

এসএ/এএস