images

অর্থনীতি

ঘোড়াউত্রা নদী ও ব্রহ্মপুত্র নদে ব্রীজের কাজ পেলো তিন কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৪ পিএম

কিশোরগঞ্জের ঘোড়াউত্রা ও জামালপুরের ব্রহ্মপুত্র নদের ওপর ব্রীজ নির্মাণের পূর্ত কাজ পেলো দেশিয় তিন কোম্পানি। এতে মোট খরচ হবে ৩৯৮ কোটি ১৩ লাখ ২৭ হাজার ৫০৩ টাকা। 

বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকর্তৃক কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলায় ঘোড়াউত্রার উপর ১ হাজার ২ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ১৪৫ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৭৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকর্তৃক জামালপুর জেলার সদর উপজেলায় ব্রহ্মপুত্র নদীর উপর ৬০৬ মিটার ব্রিজ নির্মাণের পূর্ত কাজ পেয়েছে দেশিয় দুই কোম্পানি। কোম্পানি দুইটি হলো মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ও রিস্ট্রাকচার লিমিটেড। মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজের কাছ থেকে ১০৬ কোটি ৮২ লাখ ৭ হাজার ৩৫১ টাকায় এবং রিস্ট্রাকচার লিমিটেডের কাছ থেকে ১৪৫ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ৭৬ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদফতরকর্তৃক "রূপপুর গ্রীণ সিটি আবাসিক কমপ্লেক্স"-এ দেড় হাজার বর্গফুটের ৪ ইউনিটের ২০ তলার ২ নম্বর ভবনের ইলেকট্রিফিক্যাটন এর বাইরের বিদ্যুতায়নের কাজের অনুমোদন দিয়েছে ক্রয় কমিটি। এ কাজটি পেলো মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড। এতে খরচ হবে ৪১ কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৯৬৮ টাকা।

টিএ/একেবি