images

অর্থনীতি

শ্রমিকরা অনেক ভালো অবস্থায় আছে: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২২, ০৩:৪৯ পিএম

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আজ থেকে ৩০ বছর আগে শ্রমিকদের যে দৈন্য দশা ছিল এখন সেটা নেই। এখন শ্রমিকরা অনেক ভালো অবস্থায় আছে। তারা এখন ভালোভাবে চলতে পারছে। তাদের জীবনমানের উন্নয়ন হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) রাজধানীর মাহখালির ব্রাক সেন্টার অডিটোরিয়ামে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

টিপু মুনশি বলেন, অন্যান্য পরিবারের মতো টিসিবির পণ্য যেন পোশাকশ্রমিকেরাও পায় এ বিষয়ে চিন্তা করা হচ্ছে। ট্রেড ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ যেমন দেখতে হবে তেমনই কারখানাও টিকিয়ে রাখতে হবে। মনে হচ্ছে পোশাক কারখানায় নারী শ্রমিকদের হার কমেছে। শ্রমিকদের জীবনমানও উন্নয়ন করা দরকার। কমপ্লায়েন্স রক্ষা করতে হবে।

সিপিডির গবেষণায় উঠে এসেছে, দেশের ২৯ শতাংশ কারখানা ঘুষ-দুর্নীতির শিকার হয়েছে। ৫১টি কারখানা নিয়ে এক জরিপে এ তথ্য বের হয়েছে।

বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল্লা আজিম বলেন, যন্ত্রের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকের সংখ্যা কমবে। এক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে। ১ হাজার ১৩৪টি কারখানায় ট্রেড ইউনিয়ন আছে। এতে শ্রমিকদের কতটা ভাগ্যোন্নয়ন হয়? মালিকরা ইউনিয়নের জন্য ভীত নয়। তিনি বলেন, বায়ারদের পোশাকের দাম বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি। শিল্পের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ড. মোয়াজ্জেম হোসেন, শ্রমিক নেতা মন্টু ঘোষ প্রমুখ।

টিএই/একেবি