images

অর্থনীতি

‘অর্থনৈতিক সংকট মোকাবিলায় কল্যাণমুখী নেতৃত্বের বিকল্প নেই’

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট ২০২২, ০৬:২৫ পিএম

images

বৈশ্বিক সংকট কার্যকরভাবে মোকাবিলা করতে সমাজের সর্বস্তরে কল্যাণমুখী নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রখ্যাত অর্থনীতিবিদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান।

শুক্রবার (৫ আগস্ট) বিকেলে ভারতের কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘লিডারশিপ কনক্লেভ ২০২২’ শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে দিল্লীভিত্তিক সংস্থা অ্যাসোসিয়েটেড চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন্ডিয়া (অ্যাসোচেম)।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, চলমান অর্থনৈতিক সংকট থেকে পুনরুদ্ধারের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক এবং জাতীয় পর্যায়ের কর্মক্ষেত্রে ডিজিটাইজেশন প্রক্রিয়ার যথাযথ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির সুযোগগুলোকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলো পুনরুদ্ধার প্রক্রিয়ায় বিশেষ লাভবান হতে পারে।

আরও পড়ুন: বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: প্রতিমন্ত্রী নসরুল

বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের (এশিয়া) দেশগুলো পারস্পরিক অর্থনৈতিক-বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে বহুলাংশে পিছিয়ে আছে জানিয়ে তিনি বলেন, ভারতের আমদানি বাজারের এক শতাংশ যদি বাংলাদেশ থেকে যায়, তাহলে বাংলাদেশ থেকে ভারতে রফতানি চার গুণ বাড়তে পারে। তবে পারস্পরিক বাণিজ্যিক যোগাযোগ ও পরিবহনের ব্যয় অনেক বেশি হওয়াটা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি প্রধানতম অন্তরায় বলে মন্তব্য করেন তিনি।

বর্তমানে দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ব্যাপক আকাঙ্ক্ষা ও সদিচ্ছা দৃশ্যমান উল্লেখ করে প্রখ্যাত এই অর্থনীতিবিদ বলেন, এই পরিস্থিতিতে যথাযথ নেতৃত্বের মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগকে কাজে লাগানো সম্ভব। এ ক্ষেত্রে নেতৃত্বকে সুদক্ষ মানবসম্পদের সহায়তায় ডিজিটাল রূপান্তরের দিকে মনোনিবেশ করতে হবে। নেতৃত্বকে একই সঙ্গে মানবিক এবং প্রযুক্তিবান্ধব হতে হবে।

এ দিন অনুষ্ঠানে নিবন্ধ উপস্থাপনের পর ড. আতিউর রহমান লিডারশিপ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া ব্যবসায়িক ও অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, অ্যাসোচেম ১০২ বছরের পুরোনো ঐতিহ্যবাহি চেম্বার সংগঠন। বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় সাড়ে চার লাখ।

এসএএস/আইএইচ