images

অর্থনীতি

২ কোম্পানির বিক্রেতা নেই

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট ২০২২, ০২:২৬ পিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ২ ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ২ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে— তমিজউদ্দিন টেক্সটাইল ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত তমিজউদ্দিনের স্ক্রিনে ৫০ হাজার ৬৬৬টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে, একই সময়ে বিআইএফসির স্ক্রিনে ১ লাখ ২৪ হাজার ৩৯টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

টিবি