images

অর্থনীতি

রমজানে নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে থাকবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম

গতবারের তুলনায় এবার রমজানকে সামনে রেখে ‘৪০ শতাংশ বেশি’ নিত্যপণ্য আমদানি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি আশা করছেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম ‘কমবে’। এতে নিত্যপণ্যের দাম মানুষের ‘নাগালের মধ্যে’ থাকবে। ফলে রমজান হবে ‘স্বস্তিদায়ক’।

রোববার (২৫ জানুয়ারি ) বিকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির ১০ম সভা শেষে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা বর্তমান বাজারের স্থিতি নিয়েছি। আমদানি এবং উৎপাদনের পরিমাণগত বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে আমরা এই উপলব্ধিতে উপনীত হয়েছি যে, গত বছরের চেয়েও এ বছরের রমজানের বাজার আরও ভালো হবে। এ বছরের রমজানের বাজারে আরও বেশি স্থিতি থাকবে বলে আমাদের বিশ্বাস।’

শেখ বশিরউদ্দীন বলেন, ‘আজকের সভায় ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে। ফলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।’ 
 
এসময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার প্রধান, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআর/এএম