নিজস্ব প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০৪:৪০ পিএম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি সার গুদাম এবং একটি বীজ আলু হিমাগার স্থাপনের দাবিতে সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাতের কাছে আবেদন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জামালপুর সমিতির বার্ষিক বনভোজনে মো. সোহেল রানা আকন্দ এ দাবি উত্থাপন করেন।
আবেদনে বলা হয়, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে কৃষিখাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভর্তুকি ও নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে সরকার। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন কৃষি খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াচ্ছে।
বকশীগঞ্জ উপজেলাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী শ্রীবরদী, ইসলামপুর, দেওয়ানগঞ্জ এবং কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারি উপজেলার মোট পাঁচটি অঞ্চলের প্রায় ৮৫ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। এসব এলাকায় আলু, ভুট্টা, ধান, ইক্ষু, গম ও বিভিন্ন সবজির ব্যাপক উৎপাদন হয়ে থাকে।
আবেদনে বলা হয়, প্রায় ১৫ লাখ মানুষের কৃষি উপকরণের চাহিদা মেটাতে কৃষকদের ৫০ থেকে ৯০ কিলোমিটার দূরে জামালপুর ও মেলানদহ উপজেলা থেকে বীজ ও সার সংগ্রহ করতে হয়। এতে একদিকে যেমন সময়মতো উপকরণ পাওয়া কঠিন হয়ে পড়ে, অন্যদিকে কৃষকদের উৎপাদন খরচও উল্লেখযোগ্য হারে বেড়ে যায়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চলমান সার গুদাম পুনর্বাসন ও নতুন গুদাম নির্মাণ প্রকল্প এবং মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের আলোকে বকশীগঞ্জ উপজেলায় ২০০০ টন ধারণক্ষমতার একটি সার গুদাম এবং ১০০০ টন ধারণক্ষমতার একটি বীজ আলু হিমাগার স্থাপন জরুরি বলে সাবেক সংসদকে জানানো হয়।
আবেদনে আরও বলা হয়, বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও মৌজায় ১৯৮৪-৮৬ সালে নির্মিত একটি সাব-জেলখানা ও হেলিপ্যাড দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় রয়েছে। সরকারি এই পরিত্যক্ত সম্পদ কৃষি কাজে ব্যবহার করা গেলে পুরো অঞ্চলের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেওয়া হয়।
এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনি ইশতেহারে বকশীগঞ্জে সার গুদাম ও বীজ আলু হিমাগার স্থাপনের প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করার জন্যও আবেদনকারী অনুরোধ জানান।
এম/ক.ম