নিজস্ব প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এফবিসিসিআই’র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বাদ আসর এফবিসিসিআই অডিটরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন— এফবিসিসিআই’র প্রশাসক মো. আবদুর রহিম খান, এফবিসিসিআই’র সাবেক সভাপতি এম এ কাশেম, মীর নাসির হোসেনসহ সাবেক সহ-সভাপতিবৃন্দ, সাবেক পরিচালকবৃন্দ, সাধারণ পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং এফবিসিসিআই’র কর্মকর্তা ও কর্মচারীগণ।
অনুষ্ঠানে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গুলশান সোসাইটি জামে মসজিদের খতিব মাওলানামর্তুজা হাসান চৌধুরী।
মাহফিলে উপস্থিত সবাই প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করেন।
এমআর/এএস