images

অর্থনীতি

বছরের শুরুতেই প্রবাসী আয়ের পালে হাওয়া

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ এএম

বছরের শুরুতেই প্রবাসী আয়ের পালে হাওয়া লক্ষ্য করা যাচ্ছে। জানুয়ারির প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ৬৮.৯ শতাংশ বেড়ে এক হাজার ৪৬০ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৬৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ জানুয়ারি পর্যন্ত প্রবাসীরা ১৭ হাজার ৭২৫ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৪ হাজার ৬৪১ মিলিয়ন মার্কিন ডলার।

দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিল এ রেমিট্যান্স। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটিও ছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স।

তবে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে গত ডিসেম্বর। সদ্য বিদায়ী মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

জেবি