নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৬, ০৩:১০ পিএম
রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে ১১ জানুয়ারি দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এরফান গ্রুপের পণ্য 'এরফান চিনিগুড়া এরোমেটিক চাল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন।
অনুষ্ঠানে এরফান গ্রুপের পক্ষ থেকে চুক্তিপত্রে স্বাক্ষর করেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম এবং অভিনেত্রীদের পক্ষে তাসনিয়া ফারিন নিজে।
এই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় আগামী দুই বছর তাসনিয়া ফারিন এরফান চিনিগুড়া এরোমেটিক চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি ব্র্যান্ডটির বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপন (TVC), অনলাইন ভিডিও চিত্র (OVC), ফটোশুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণায় সরাসরি অংশগ্রহণ করবেন।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন তাসনিয়া ফারিন এবং এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাহবুব আলম।
এই চুক্তির আওতায় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাসনিয়া ফারিন এরফান চিনিগুড়া এরোমেটিক চাল এর বিভিন্ন টিভি বিজ্ঞাপন, ওভিসি, ফটোসুটসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম ও প্রচারণার কাজে অংশ্রগহণ করবেন যার মেয়াদ হবে দুই বছর।
আরও পড়ুন: অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহমুদ রহমান বুলবুল, ডিজিএম, সেলস অ্যান্ড মার্কেটিং (রিটেল), জিয়াউর রহমান, এজিএম সেলস এন্ড মার্কেটিং (হোলসেল), এস এম সোরমান আলী, ম্যনেজার (এইচ আর এন্ড অ্যাডমিন), মাসুদ পারভেজ, ম্যানেজার—অ্যাকাউন্টস, এরফান গ্রুপের ব্র্রান্ড ম্যানেজার সাজ্জাদ মোহাম্মদ জহিরসহ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এজেড