images

অর্থনীতি

বছরের শুরুতেই বাড়ল এলপি গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দরে প্রতি ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিইআরসি এই মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন দরে প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৭ টাকা ৩২ পয়সা।

এর আগে ডিসেম্বর মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৭৪ পয়সা বাড়িয়ে ৫৭ টাকা ৩২ পয়সা করা হয়।

উল্লেখ্য, গত সপ্তাহের শেষ দিকে হঠাৎ করেই বাজারে এলপিজির সংকট দেখা দেয়। এতে খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হতে থাকে। গত বুধবার যেখানে নির্ধারিত দাম ছিল ১ হাজার ২০০ টাকা, সেখানে ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হয় ১ হাজার ৬০০ টাকায়।

তবে গ্রাহকদের অনেকেই এই বাড়তি দামকে ‘স্বাভাবিক’ বলছেন। কারণ ডিসেম্বর মাসজুড়ে বিইআরসি নির্ধারিত ১ হাজার ২০০ টাকার বিপরীতে খুচরা বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার ১ হাজার ৫৫০ টাকার নিচে পাওয়া যায়নি।

এলপিজির মূল্যবৃদ্ধি ও বাজার অস্থিরতার প্রেক্ষাপটে ভোক্তা পর্যায়ে নির্ধারিত দামে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারের তৎপরতা বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এমআর/এআর