images

অর্থনীতি

ডিসেম্বর মাসে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি ২০২৬, ১০:০৮ এএম

গত ডিসেম্বর মাসে দেশব্যাপী এক লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাটের আওতা সম্প্রসারণ ও অনিবন্ধিত প্রতিষ্ঠানকে কর নেটের আওতায় আনতে পরিচালিত বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই অগ্রগতি অর্জিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ দফতর ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছে।

এনবিআর জানায়, গত ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করে এনবিআর। এ বছর ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য ছিল— ‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিশেষ ভ্যাট নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

এনবিআর সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের আওতায় দেশব্যাপী এক লাখ অনিবন্ধিত প্রতিষ্ঠানকে চিহ্নিত করে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। দেশের ১২টি ভ্যাট কমিশনারেট ছুটির দিনসহ প্রতিদিন মাঠপর্যায়ে জরিপ ও ক্যাম্পেইন পরিচালনা করে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ডিসেম্বর মাসেই এক লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন সম্পন্ন করে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের আগে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫ লাখ ১৬ হাজার। সর্বশেষ নিবন্ধনের ফলে বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৭৫ হাজারে।

জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যমতে, শুল্ক, ভ্যাট ও আয়কর— এই তিন খাতের মধ্যে ভ্যাট থেকেই সরকারের সর্বোচ্চ রাজস্ব আদায় হয়ে থাকে। গত অর্থবছরে মোট রাজস্ব আয়ের প্রায় ৩৮ শতাংশ এসেছে ভ্যাট খাত থেকে। ভ্যাটের আওতা আরও বিস্তৃত করা গেলে এ খাত থেকে রাজস্ব আদায় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে বলে মনে করছে এনবিআর।

এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে বিদ্যমান ভ্যাট আইন সংশোধন করেছে। সংশোধিত আইনে বার্ষিক টার্নওভার ৩ কোটি টাকার পরিবর্তে ৫০ লাখ টাকার বেশি হলেই ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

ভ্যাট ব্যবস্থাকে আরও সহজ ও ব্যবসাবান্ধব করতে এনবিআর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে— অনলাইনে সহজে ভ্যাট নিবন্ধনের সুবিধা, eVAT সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই ভ্যাট রিটার্ন দাখিল, সংগৃহীত ভ্যাট সরাসরি অনলাইনে সরকারি কোষাগারে জমা এবং অটোমেটেড পদ্ধতিতে অতিরিক্ত পরিশোধিত ভ্যাট সরাসরি ব্যাংক হিসাবে ফেরত দেওয়ার ব্যবস্থা। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজবোধ্য ভ্যাট রিটার্ন প্রণয়নের উদ্যোগও নেওয়া হয়েছে।

একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক ও অনলাইনভিত্তিক দক্ষ ভ্যাট ব্যবস্থা বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ড দেশের সর্বস্তরের ভোক্তা, ব্যবসায়ী, শিল্প মালিক ও গণমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

এমআর/এফএ