নিজস্ব প্রতিবেদক
০২ জানুয়ারি ২০২৬, ০৮:১৫ পিএম
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলারে।
শুক্রবার (২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে।
তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নির্ধারিত পদ্ধতি ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) অনুসারে হিসাব করলে দেশের নিট রিজার্ভের পরিমাণ বর্তমানে ২৮ দশমিক ৫১ বিলিয়ন মার্কিন ডলার।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, প্রচলিত হিসাব ও আইএমএফের বিপিএম-৬ পদ্ধতির মধ্যে পার্থক্যের কারণে রিজার্ভের এই দুই ধরনের হিসাব দেখা যাচ্ছে। বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি দায় ও নির্দিষ্ট খাতে সংরক্ষিত অর্থ বাদ দিয়ে রিজার্ভ নির্ধারণ করা হয়।
অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক মানদণ্ডে বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের হিসাবই বেশি গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক সময়ে রিজার্ভের স্থিতিশীলতা বৈদেশিক লেনদেন ব্যবস্থাপনায় ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।
এমআর/এমআই