images

অর্থনীতি

রাষ্ট্রীয় শোকের কারণে পেছাল আন্তর্জাতিক বাণিজ্য মেলা

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ এএম

বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী আগামী ০১ জানুয়ারি মেলার উদ্বোধন হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা পিছিয়ে আগামী ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৩১ ডিসেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, রাষ্ট্রীয় শোকের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য ইতোমধ্যে প্রেরিত আমন্ত্রণপত্র বহাল থাকবে এবং নতুন তারিখ অনুযায়ী অনুষ্ঠান আয়োজন করা হবে।

উল্লেখ্য, দেশের রফতানি, বাণিজ্য ও শিল্পখাতের সম্ভাবনা তুলে ধরতে প্রতিবছর আয়োজন করা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবছর ৩০তম আসরে দেশি-বিদেশি বিপুলসংখ্যক প্রতিষ্ঠান ও দর্শনার্থীর অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

এমআর/এএস