images

অর্থনীতি

সম্মিলিত ইসলামি ব্যাংকের লোগো উন্মোচন

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পিএম

যাত্রা শুরুর পর এবার লোগো উন্মোচন  করেছে সম্মিলিত ইসলামি ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক তাদের অফিসিয়াল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ লোগো প্রকাশ করে।

প্রকাশিত লোগোতে ইসলামী ব্যাংকিংয়ের মূল দর্শন, ঐক্য ও শক্তির প্রতীকী উপস্থাপন করা হয়েছে। আধুনিক নকশায় নির্মিত এই লোগো ব্যাংকটির স্বচ্ছতা, স্থিতিশীলতা ও ভবিষ্যতমুখী অগ্রযাত্রার প্রতিফলন ঘটায়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সম্মিলিত ইসলামি ব্যাংক পিএলসি গঠনের মাধ্যমে দেশের ইসলামী ব্যাংকিং খাতে আস্থার পরিবেশ আরও শক্তিশালী হবে।

নতুন পরিচয় ও কাঠামোর মধ্য দিয়ে ব্যাংকটি গ্রাহকসেবা, শরিয়াহভিত্তিক বিনিয়োগ এবং টেকসই আর্থিক ব্যবস্থাপনায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

টিএই/এআর