images

অর্থনীতি

‘রাজনৈতিক জীবনের অমোঘ ছাপ রেখে চলে গেলেন বেগম খালেদা জিয়া’

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য অধ্যায় শেষ হলো। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ছাপ ইতিহাসে অমোঘ হয়ে থাকবে। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

এক শোকবার্তায় সংগঠন দুটির পক্ষ থেকে বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী, দৃঢ় নেতৃত্বের প্রতীক এবং গণতন্ত্রে অটল বিশ্বাসী এক প্রবীণ জাতীয় নেত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনে যে ভূমিকা রেখে গেছেন, তা ইতিহাসে অমোঘ ছাপ হয়ে থাকবে।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, মরহুমা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে নিবেদিত ছিলেন। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রামের স্মৃতি জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

সংগঠনগুলোর পক্ষ থেকে আল্লাহ তায়ালার কাছে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলা হয়, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহধর্মিণী, সন্তান ও শুভানুধ্যায়ীদের এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।

শোকবার্তায় বলা হয়, আজ বাংলাদেশ একজন মহৎ নারী নেত্রীকে হারালো। তার রাজনৈতিক অবদান ও সংগ্রাম দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এমআর/এফএ