নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের দফতরের ব্যক্তিগত সহকারী মো. কাউসারের নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভয়ভীতি প্রদর্শন করে টাকা দাবি করছে বলে এনবিআরের নজরে এসেছে। এর প্রেক্ষিতে শেরেবাংলা থানা একটি জিডি করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) এনবিআরের জনসংযোগ দফতর থেকে এ তথ্য জানানো হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তথ্য ব্যবহার করে মানুষকে ভয় দেখাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী মো. কাউসারের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছে কর্তৃপক্ষ।
প্রতারণার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গত ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ২০৩০।
এনবিআর কর্তৃপক্ষ জানিয়েছে, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। একই সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সকল কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী এনবিআরের নাম ব্যবহার করে আর্থিক দাবি জানালে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় অথবা এনবিআর কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এমআর/এএস