images

অর্থনীতি / তথ্য-প্রযুক্তি

ইবিএল ‘এক্সিলেন্স ইন কিউ-কমার্স - ইমার্জিং’ সম্মাননা পেল ফুডি

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) গত এক বছরের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধি যাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫’ অর্জন করেছে দেশের অন্যতম জনপ্রিয় কিউ-কমার্স প্ল্যাটফর্ম ফুডি এক্সপ্রেস লিমিটেড। ‘এক্সিলেন্স ইন কিউ-কমার্স - ইমার্জিং’ ক্যাটাগরিতে এই সম্মাননা পেয়েছে প্রতিষ্ঠানটি।

গত রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ফুডি এক্সপ্রেস লিমিটেড-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. শাহনেওয়াজ মান্নানের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন ইস্টার্ন ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার।

ডিজিটাল মার্কেটিং, উদ্ভাবনী অ্যাডভার্টাইজমেন্ট এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রাহক সেবায় বৈচিত্র্য আনায় বিশেষ অবদানের জন্য ফুডি এক্সপ্রেসকে এই স্বীকৃতি প্রদান করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় এই সংস্করণে ইবিএল মোট তিনটি ক্যাটাগরিতে (এনাবলার, এক্সিলেন্স এবং পার্টনার্স ইন প্রগ্রেস) ৪০টি পার্টনার ও মার্চেন্ট প্রতিষ্ঠানকে পুরস্কৃত করে।

সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় ফুডি এক্সপ্রেস লিমিটেড-এর সিওও মো: শাহনেওয়াজ মান্নান বলেন, "ইস্টার্ন ব্যাংকের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এই অর্জন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন সব উদ্ভাবনী ফিচার ও উন্নত সেবা নিয়ে আসার জন্য। আমরা বিশ্বাস করি, ডিজিটাল ইকোসিস্টেমে এই অংশীদারত্ব দেশের কিউ-কমার্স খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।"

ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার তার বক্তব্যে ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে অংশীদারত্বের শক্তির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ইবিএল-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আনোয়ার এবং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রধান আহসান উল্লাহ চৌধুরী উপস্থিত ছিলেন। ফুডি-এর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আল ওয়াসি, সজিবুর রহমান এবং মুহাম্মদ মুহতাসিম জাওয়াদ।

ফুডি এক্সপ্রেস লিমিটেড তাদের দ্রুত ডেলিভারি নেটওয়ার্ক, প্রযুক্তিগত উদ্ভাবন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সিস্টেমের মাধ্যমে দেশের সাধারণ মানুষের কেনাকাটার অভিজ্ঞতায় আধুনিকতা নিয়ে আসতে নিরলস কাজ করে যাচ্ছে।

ক.ম/