জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম
সমস্যাগ্রস্ত একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা।
সোমবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।
এ পদক্ষেপে ৫ ব্যাংকের অ্যাসেট লায়াবিলিটি হস্তান্তর প্রক্রিয়াতে আর কোনো বাধা থাকলো না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এরইমধ্যে বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। শিগগিরই, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানদের সাথে সম্মিলিত ইসলামী ব্যাংকের এ হস্তান্তর প্রক্রিয়া নিয়ে চুক্তি সাক্ষরিত হবে।
গত ৫ নভেম্বর সম্মিলিত ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হলে ব্যাংকগুলোর শেয়ার শূন্য ঘোষণা করার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। তবে পুঁজিবাজারে থাকা সাধারণ শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণের বিষয় ভেবে দেখার কথা জানায় অর্থমন্ত্রণালয়।
টিএই/এআর